বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি শায়খুল হাদীস আল্লামা মুফতী মুহা. রশীদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা সিলেট-এক খোলা চিটি দিয়েছেন। আজ শুক্রবার (৭ জুলাই) বেলা দেড়টায় ই-মেইল যোগে চিঠিটি প্রেরণ করেছেন সংবাদ মাধ্যমে। খোলা চিঠিতে দ্বীনের এ সম্মানিত ও সর্বজন শ্রদ্ধেয় আলেম বলেন, স¤প্রতি করোনা ভাইরাসের কারণে সারা দেশের মাদরাসা, মক্তব সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে আছে। যাদের অনেকেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়তে পারে। পাশাপাশি দেশ ও জাতি দ্বীন ও শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে। যে কারণে সমাজ অপূরণীয় ক্ষতির শিকার হবে নিশ্চিত। আরো লক্ষ্যণীয় যে, শারীরিক চিকিৎসা কেন্দ্রসমূহ যেমন খোলা থাকার প্রয়োজন, তার চেয়ে আরো বেশি প্রয়োজন আত্মিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা থাকা। কারণ, শারীরিক চিকিৎসার অভাবে মানুষ ক্ষণস্থায়ী জীবনেই শুধু ক্ষতিগ্রস্থ হয়। পক্ষান্তরে আত্মিক চিকিৎসার অভাবে মানুষের চিরস্থায়ী জীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই শারীরিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা থাকার চেয়ে আত্মিক চিকিৎসা কেন্দ্রসমূহ খোলা থাকার প্রয়োজন অধিক। অতএব, মাননীয় সরকার প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বশীলগণের প্রতি জোর দাবী হচ্ছে যে, উপরোক্ত জনস্বার্থপূর্ণ বিষয়টি বিবেচনা করত: স্বাস্থ্যবিধি মানার শর্ত সহ দেশের সকল মাদরাসা, মক্তব ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা ও নির্দেশ প্রদান করুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।