Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে পুলিশকে ছুরিকাঘাত করে ছিনতাই

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী পুলিশ সদস্য। ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গতকাল (বুধবার) বিকালে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শাপলা বেগম নামের এক পুলিশ কনস্টেবল ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাহত হয়েছেন। কনস্টেবল শাপলা বেগম ক্বিনব্রিজ এলাকা দিয়ে নিজের বাসায় ফিরছিলেন। ক্বিনব্রিজের উত্তর পাশে তার গতিরোধ করে তিন ছিনতাইকারী। তারা শাপলাকে ছুরিকাঘাত করে তার হাত ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় শাপলা বেগম চিৎকার দিলে কাছের সুরমা পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে ওই তিন ছিনতাইকারীকে আটক করেন।
আটককৃতরা হচ্ছে- জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের সাবু মিয়ার ছেলে শিপন মিয়া (২৪), কুমিল্লার চৌদ্দগ্রামের দেবপাড়ার চিরমত আলীর ছেলে ফারুক আহমদ (২৮) ও কুলাউড়ার আজফর আলীর ছেলে ইমন আহমদ (২৬)। তাদের কাছ থেকে শাপলা বেগমের হাত ব্যাগ, নগদ ৪ হাজার টাকা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছুরিকাঘাতে আহত শাপলা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেটে পুলিশকে ছুরিকাঘাত করে ছিনতাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ