Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ফরিদপুরের নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার চরযোশরদী ইউনিয়নের বানেরশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলা আ.লীগের সহ-সভাপতিসহ ও চরযোশরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ওয়াহিদুল বারী আলমের সাথে ইউনিয়ন আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাইয়ুমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত বুধবার দুপুরে আলম খন্দকারের নেতৃত্বে ২০-২২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামরুজ্জামান কাইয়ুমের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় পাল্টা হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে ১০ জন আহত হয়।
কামরুজ্জামান কাইয়ুম বলেন, কিছুদিন আগে আলম খন্দকারের সমর্থক বাদল ফকির, সেলিম ফকির ও বিল্লাল মাতুব্বরসহ কয়েকজন আমার দলে যোগ দেয়। এতে আলম খন্দকার ক্ষীপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।
ওয়াহিদুল বারী আলম বলেন, আমার ছেলে রুবেলকে নিয়ে গ্রামের পশ্চিমপাড়া ঘুরতে বের হই। তখন কাইয়ুম, বাদল, বিল্লালসহ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই-পক্ষ-সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ