Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়িতে আটক কলেজছাত্র রিমান্ডে
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মানহানিকর, ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি পোস্ট এবং জঙ্গিবাদের পক্ষে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত কলেজছাত্র মো. শফিউল্লাহ্ মুন্সির (১৯) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে খাগড়াছড়ি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ জানান, শফিউল্লাহ্ তার নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, অর্থমন্ত্রী, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপিসহ দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির একটি ব্যঙ্গাত্মক ও আপত্তিকর ছবি পোস্ট করেছে। এছাড়া রামগড় সার্কেলের ফেসবুক আইডিতে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রশাসনের পোস্ট করা জঙ্গিবিরোধী সভার একটি পোস্টে শফিউল্লাহ্ আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি পুলিশের নজরে আসার পর ঢাকার সিআইডির সাইবার ক্রাইম বিভাগের বিশেষজ্ঞদের সহায়তায় শফিউল্লাহ’র অবস্থান নিশ্চিত করে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
নাটোরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক
নাটোর জেলা সংবাদদাতা : নাটোর সদর থান চত্বর থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, গতকাল বুধবার শহরের বঙ্গজল এলাকার আব্দুল বারির ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলম বাবু এবং নীচাবাজার চৌধুরী পাড়ার লতিফুল ইসলাম শামিম চৌধুরীর ছেলে আব্দুল গালিব চৌধুরী। পুলিশ জানায়, গত তিন দিন আগে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল আটক করে থানায় আনে পুলিশ। বুধবার সেই মোটর সাইকেলের কাগজপত্র থানায় দেখাতে আসে বাবু ও গালিব নামের দুই যুবক। এ সময় পুলিশের সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ