নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে বাকি চার ম্যাচকে সামনে রেখে করোনা আতঙ্কের মধ্যেই বুধবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। তবে প্রস্তুতির প্রথমদিনই খারাপ খবর শুনতে হয়েছে দলের ব্রিটিশ কোচ জেমি ডে’কে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রাণঘাতি করোনাভাইরাসের থাবা। এমন খবরে কপালে ভাজ জেমি’র! প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই জানা যায় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে তিনি রিপোর্ট করতে পারেননি। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করতে বলেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের নির্দেশনা অনুযায়ী বুধবার প্রথম ধাপে যে ১২ ফুটবলারের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল, তাদের মধ্যে বিশ্বনাথও ছিলেন। তাই তিনি ছাড়া ওইদিন বাকি ১১ ফুটবলার বাফুফে ভবনে রিপোর্ট করতে আসলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসে তিনজনের। এরা হলেন- নাজমুল ইসলাম রাসেল, এম এস বাবলু ও মো: সুমন রেজা। ফলে ক্যাম্পে শুরুর প্রথমদিনেই করোনায় আক্রান্ত চার ফুটবলার। তাদের বাদ দিয়েই আট ফুটবলারকে নিয়ে গাজীপুরস্থ সারা রিসোর্টে শুরু হয় ক্যাম্প। ক্যাম্পের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ১২ জনের মধ্যে আরো ৫ ফুটবলারের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এবার করোনায় আক্রান্ত হন যথাক্রমে টুটুল হোসেন, সোহেল রানা, মো. ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা ও শহীদুল আলম। ফলে দুইদিনে মোট ৯ ফুটবলার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
ক্যাম্পের দুইদিনে দলে করোনার থাবা! এ প্রসঙ্গে বৃহস্পতিবার কোচ জেমি ডে বলেন, ‘আমাদের শুরুটা ভালো হলো না। আমি আসলেই চিন্তিত। এখন আমাদের পরবর্তী পরিস্থিতি দেখতে হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।