Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডার্নার টিকার দাম হবে ৩২ থেকে ৩৭ ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

পরীক্ষাধীন করোনা ভাইরাসের প্রতি ডোজের দাম ৩২ ডলার থেকে ৩৭ ডলার নির্ধারণ করবে মডার্না। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি ব্যানসেল এক কনফারেন্স কলে বলেছেন, তার কোম্পানি ম‚ল্য নির্ধারণে ‘টিয়্যারড প্রাইসিং সিস্টেম’ ব্যবহার করবে। বিপুল পরিমাণ টিকার অর্ডারের জন্য দাম কমিয়ে আনা হবে। কয়েক লাখ ডোজের জন্য অল্প অর্ডার নেয়ার কথা বিবেচনা করছে তার কোম্পানি। বিশেষ করে করোনা মহামারির সময়ে ম‚ল দামের চেয়ে কম দাম নির্ধারণ করবে মডার্না। যখন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসবে, মহামারি শেষ হবে, তখন এই টিকা বাজারদরে ফিরে যাবে। ব্যানসেল বলেন, আমরা বাজার নিয়ে কাজ করবো। এ ছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও অন্যদের সঙ্গে কাজ করছে তার কোম্পানি। এর মধ্য দিয়ে সামর্থ্যরে মধ্যে এই টিকা পাওয়া নিশ্চিত করতে চাইছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। ব্যানসেল বলেন, অনেক বিশেষজ্ঞের মতো আমরাও মনে করি সহসাই এই ভাইরাস বিদায় নেবে না। এজন্য মানুষকে টিকা দিতে হবে। অনেক বছর ধরে তাদেরকে কয়েক দফা এই টিকা দিতে হবে। উল্লেখ্য, মডার্না হলো কেমব্রিজ ভিত্তিক একটি বায়োটেক বিষয়ক কোম্পানি। অপারেশন র‌্যাপ স্পিডের মাধ্যমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যেসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছেন তার একটি মডার্না। গত সপ্তাহে এই কোম্পানিটি ৩০ হাজার মানুষের ওপর এই টিকার নিরাপত্তা ও কার্যকারিতার তৃতীয় দফার পরীক্ষা শুরু করেছে। ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের সঙ্গে যৌথভাবে এই টিকা তৈরি করছে মডার্না। দ্য হিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ