Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

৭০টি গন্তব্যে 

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইনস চলতি আগস্ট মাসে ৭০টি গন্তব্যে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। যা এমিরেটসের মোট গন্তব্যের ৫০ শতাংশের বেশি। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে ম্যানিলার পর ফিলিপাইনের দ্বিতীয় গন্তব্য ক্লার্কে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট শুরু হয়েছে। বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে ক্লার্কে প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর ফলে দক্ষিণ-প‚র্ব এবং প‚র্ব এশিয়ায় এমিরেটসের গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। ট্রাভেলোবিজ।


জঙ্গি হামলা
জাতিসংঘ শরণার্থী দপ্তর জানায়, ক্যামেরুনের উত্তরে, ওউচ ক্যাম্পে বাস্তুচ্যুত জনগণের ওপর জঙ্গিরা গ্রেনেড দিয়ে হামলা.চালিয়েছে ,অথচ ক্ষুধা-ক্লিষ্ট, অভুক্ত এসব বাস্তুচু্যুত জনগণ তখন সাহায্যের প্রতীক্ষায় ছিলেন ও জাতিসংঘ শরণার্থী সংস্থা অত্যন্ত কড়া ভাষায় এই অমানবিক হামলার নিন্দা জানিয়েছে। সংস্থার মুখপাত্র,বাবর বালুচ বলেছেন, এই মর্মান্তিক হামলা চালানোর জন্য দায়ী, নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম। ভিওএ।


জার্মানি থেকে পোল্যান্ডে
কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা হ্রাস করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এমতাবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প জার্মানি থেকে হাজার হাজার সেনা জার্মানি থেকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা›র সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সখ্যতার কারণে, জার্মানিকে অগ্রাহ্য করে তিনি পোল্যান্ডে সেনাদের মোতায়েনের সিদ্বান্ত নেন।


অর্ধেক বন্দি
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য অ্যারিজোনার একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যটির কারা কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন। দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দি করোনায় আক্রান্ত হয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ