Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় এডিবির আরও ১৫ কোটি টাকা অনুদান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৬:০৬ পিএম

করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও সাড়ে ১৫ কোটি টাকা (৩ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে এডিবির ঢাকা কার্যালয়।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এ অনুদানে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে অর্থ, সরঞ্জামসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করতে পারবে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ওষুধ ও মেডিকল যন্ত্রপাতি কেনা এবং করোনা নিয়ন্ত্রণে যা প্রয়োজন, সেসব কিনতে পারবে এ অনুদানের অর্থে।

এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে সাড়ে তিন লাখ টাকা জরুরি অনুদান, গত ৭ মে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৩০ এপ্রিল ১০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে এডিবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ