মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের একটি করোনা হাসপাতালে আগুনে পুড়ে ৮ রোগী মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে নভরঙ্গপুরার শ্রে হাসপাতালের ইনটেসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। আগুনে ঝলসে যান আট কোভিড রোগী। -টাইমস অব ইন্ডিয়া
গুরুতর অবস্থায় তাদের চিকিৎসা দিলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃতদের মধ্যে রয়েছেন তিন নারী। ভোর রাত ৩টা নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে থাকলে প্রথম খেয়াল করেন হাসপাতালের রক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আতঙ্কে চেঁচামেচি শুরু হওয়ার পর দমকলে খবর দেয়া হয়।
আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন। হাসপাতাল সূত্রে খবর, শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছে রোগীদের। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।