Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫০ মিলিয়ন ডলার জরিমানার মুখোমুখি টুইটার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ৩:৩২ পিএম

বিজ্ঞাপন বাণিজ্যের অভিযোগে টুইটারকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করতে পারে মার্কিন প্রশাসন। ব্যবহারকারীদের ফোন নাম্বার এবং ই-মেইলের তথ্যের উপরে ভিত্তি করে বিজ্ঞাপন বাণিজ্যের অভিযোগে মার্কিন প্রশাসন টুইটারকে এই জরিমানা করতে পারে। গত ২৮ জুলাই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের জন্য টুইটারকে দায়ী করে এক অভিযোগপত্র দিয়েছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন।
এদিকে, টুইটার কর্তৃপক্ষ বলছে, ‘অসাবধানতাবশত’ ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সুরক্ষায় ব্যবহৃত ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। মূলত এই তথ্যগুলো নেওয়া হয়েছিল ব্যবহারকারীর অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিজ্ঞাপনগুলোর কোটা পূরণের লক্ষ্যে এই পথ বেছে নেওয়া হয়েছিল।
মঙ্গলবার (৪ আগস্ট) ফেডারেল ট্রেড কমিশনের পক্ষ থেকে জানান হয়, টুইটার এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। অবশ্য এর আগে ব্যবহারকারীদের তথ্য বেহাতের অভিযোগে রেকর্ড ৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিয়ে ফেসবুকের সঙ্গে সমঝোতায় এসেছিল টুইটার।
প্রসঙ্গত, টুইটারের নিকট ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ৬৮৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করার কয়েকদিনের মধ্যেই এই অভিযোগপত্র আসে। যা বারাক ওবামা, জো বাইডেন, বিল গেটস ও জেফ বেজোসসহ আরও খ্যাতিমান ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাকের ২ সপ্তাহের মধ্যে ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ