Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ৪৫ যাত্রীর জরিমানা

জয়পুরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসের উদ্যোগে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ৪৫ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল জয়পুরহাটে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

রেলওয়ের পাকশি অঞ্চলের বিভাগীয় দফতরের বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ জানান, আন্তঃনগর রূপসা ও নীল সাগরসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান পরিচালনা করে বিনা টিকিটে ভ্রমণের জন্য ৪৫ যাত্রীর কাছ থেকে ৩১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অনুযায়ী রেল ভ্রমণের জন্য গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট রেলস্টেশন মাস্টার হাবিবুর রহমান হাবিব, প্ল্যাটফর্মে ১০ জন টিকিট সংগ্রহকারীসহ রেলওয়ে পুলিশ সদস্য ও নিরাপত্তাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন-ভ্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ