Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আড়াইহাজারে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা ফতেহপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হোসেন, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, আল-আমিন, বিল্লাল হোসেন, আলমগীর ও জালাল মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকালে বগাদী গ্রামের ফাহিম নামের এক অটোচালককে মারধর করে একই গ্রামের মোশাররফের লোকজন। এ নিয়ে গতকাল সকাল ১১টায় ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেবের নেতৃত্বে বিচার বসে। বিচারের শেষ পর্যায়ে মোশাররফ ও মনিরের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দু’পক্ষ-সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ