Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গৃহবন্দি কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

প্রতারণা ও সাক্ষীর সাক্ষ্যকে পাল্টে দেয়ার মামলা অব্যাহত থাকা অবস্থায় কলম্বিয়ার সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট আলভারো ইউরিবকে গৃহবন্দি করার রায় দিয়েছে। হাইকোর্ট মঙ্গলবার দিনশেষে সর্বসম্মতভাবে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেন। আদালত বলেছে, বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাব্য ঝুঁকি দেখতে পেয়েছেন ম্যাজিস্ট্রেটরা। গুরুত্বপ‚র্ণ একজন সাক্ষীকে ঘুষ দেয়ার ক্ষেত্রে সাবেক এই প্রেসিডেন্টের ভ‚মিকা থাকার বিষয়ে তদন্ত করার সময় এমনটা দেখতে পেয়েছেন। এই মামলাটি হাতে নিয়েছেন সুপ্রিম কোর্ট চেম্বারের প্রেসিডেন্ট হেক্টর জাভিয়ের আলারকন। তিনি বলেছেন, সাবেক এই প্রেসিডেন্ট তার বাসভবনেই পুরোপুরি বন্দি থাকবেন। সেখান থেকেই তিনি যথাযথ আইন অনুযায়ী সব রকম আত্মপক্ষ সমর্থন করবেন। উল্লেখ্য, এটাই কলম্বিয়ায় সাবেক কোনো প্রেসিডেন্টকে আটক করার প্রথম নির্দেশ। সাবেক এই প্রেসিডেন্ট করডোবা প্রদেশে তার নিজের বাড়িতে অবস্থান করছেন। তিনি বার বার বলেছেন, তিনি নির্দোষ। পাশাপাশি তিনি আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিলেন ইউরিব। সাবেক রেভ্যুলুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার সঙ্গে দেশ যখন সংঘাতে লিপ্ত তখন তিনি দেশ শাসন করেছেন। আলভারো ইউরিবের বিরুদ্ধে সিনেটর ইভান সেপেডা অভিযোগ উত্থাপন করেন। তার ওপর ভিত্তি করে চলছে তদন্ত। অভিযোগে বলা হয়েছে, কয়েক দশক ধরে চলমান গৃহযুদ্ধের সময় নিজের প্রদেশে একটি প্যারামিলিটারি গ্রæপ তৈরির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ইউরিব। এই গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ মারা যান। বাস্তুচ্যুত হন অসংখ্য মানুষ। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলম্বিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ