Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ইবিএলের চেয়ারম্যান হলেন শওকত আলী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২০, ৬:৩৪ পিএম

বেসরকা‌রি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মো. শওকত আলী চৌধুরী। বুধবার (৫ আগস্ট) ইবিএলের পরিচালনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে তি‌নি চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হন।

বিশিষ্ট ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত শওকত আলী ১৯৯৩ সনে ইবিএল বোর্ডে যোগ দেন। তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, চা ও তৈরি পোশাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি ব্যবসা ও প্রকৌশল সেবা, কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ব্যবসা সফলভাবে পরিচালনা করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে স্নাতক করা শওকত আলী চৌধুরী বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব লিমিটেড এবং চিটাগং প্রেস ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবিএল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ