Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

এসআইবিএল এবং ফিনটেক ইনোভেশন্স ইন্টারন্যাশনাল ডিএমসিসি চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এবং ফিনটেক ইনোভেশন্স ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর মধ্যে গত ৯ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং ফিনটেক ইনোভেশন্স ইন্টারন্যাশনাল ডিএমসিসি, ইউএই-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মিস আজিজুন্নেসা হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায়, এসআইবিএল ডিজিটাল প্লাটফর্ম ‘ট্রেড এসেট্স’ (বøকচেইন-পাওয়ারড্ ট্রেড ফিন্যান্স ই-মার্কেটপ্লেস)-এর মেম্বার হবে, যার মাধ্যমে ব্যাংক তাৎক্ষণিকভাবে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের প্রয়োজনে সদস্যভুক্ত বিদেশি আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যোগাযোগের সামর্থ্য অর্জন করবে। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আকমল হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ