মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভার্জিন গ্যালাক্টিকের সুপারসনিক প্লেন চলবে ঘন্টায় ২৩’শ মাইল বেগে।কনকর্ড বিমান যে প্রকৌশলীরা তৈরি করেছিলেন, তারাই ভার্জিনের এ নতুন সুপারসনিক বিমানের ডিজাইন করছেন। রোলস রয়েস কোম্পানি থেকে তাদের আনা হয়েছে এবং তাদের ডিজাইনকৃত এ বিমানটিতে যাত্রী সংখ্যা থাকবে ১৯ জন। -দ্য সান
বিমান তৈরিতে প্রযুক্তিগতভাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কাজ করছে। যুক্ত রয়েছে দি ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন। বিমানটি চালু হলে এভিয়েশন জগতে উচ্চ গতিসম্পন্ন ভ্রমণের সুযোগ সৃষ্টি করবে। সুপারসনিক এ বিমানে লন্ডন থেকে নিউইয়র্ক যেতে লাগবে দেড় ঘন্টা, লন্ডন থেকে সিডনি যেতে লাগবে সাড়ে ৪ এবং লন্ডন থেকে বেইজিং যেতে লাগবে ২ ঘন্টা ২০ মিনিট। শব্দের চেয়ে ৩ গুণ বেশি গতিতে চলবে এ বিমান।
বিমান উড্ডয়ন করবে ৬০ হাজার ফুট উচ্চতা দিয়ে। অন্যান্য যাত্রীবাহী বিমানের মতই অবতরণ বা উড্ডয়ন করতে পারবে বিমানটি যে কোনো বিমান বন্দর থেকেই। ২০২৫ সালেই এ বিমানটি যাত্রী পরিবহন শুরু করবে। নিউইয়র্ক থেকে লন্ডনে সোয়া তিন ঘন্টায় পৌঁছাতে পারবে এটি। ১০ বছর চিন্তার ফসল এ ধরনের বিমান তৈরির পেছনে কাজ করছে। আর জালানি খরচও কম হবে প্রচলিত অন্যান্য বিমানের চেয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।