বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইতালির পর এবার বাংলাদেশিদের প্রবেশাধিকারে আরও কঠোর হলো জাপান। বাংলাদেশসহ মোট চারটি দেশ থেকে কেউ জাপানে পুনঃপ্রবেশ করতে চাইলে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট দেখাতে তো হবেই, সঙ্গে দূতাবাসের বিশেষ অনুমতিপত্রও লাগবে।
সোমবার (৩ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্ধৃত করে জাপান টাইমস জানিয়েছে, বাংলাদেশ বাদে বাকি তিনটি দেশ পাকিস্তান, ফিলিপাইনস এবং পেরু।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাপান সরকার মনে করছে এই দেশগুলোতে সংক্রমণের হার বাড়ছে। সামনের শুক্রবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।
নতুন নির্দেশনা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু জাপান সরকার বলছে, বিমানবন্দরে এই দেশগুলো থেকে ফেরা যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগেভাগে নির্দেশনাটি কার্যকর করা হচ্ছে।
ভ্রমণ নিষেধাজ্ঞার আগে জাপান থেকে এই চার দেশে যাওয়া মানুষেরা নতুন করে দেশটিতে ঢুকতে চাইলে বিমানে ওঠার ৭২ ঘণ্টার ভেতরে করা পিসিআর টেস্টের ফলাফল দেখাতে হবে। পাশাপাশি যে ছাড়পত্র দেখাতে হবে সেটি দূতাবাস কিংবা কনস্যুলার অফিস থেকে নেয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।