মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হলো পাকিস্তানের ১৬ বছর বয়সী চা বিক্রেতা হুজাইফা । পরিবারের খরচ মেটাতে পাকিস্তানের মূলতানের এই কিশোর মুহাম্মদ হুজাইফা পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করেন। গত ম্যাট্রিক পরীক্ষায় তিনি সর্বমোট ১১১০ নম্বরের মধ্যে ১০৫০ নম্বার পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছেন। -এক্সপ্রেস ট্রিবিউন
তার এ সফলতার খবর টুইটারে ভাইরাল হওয়ার পর দেশটির সরকারি কর্মকর্তারা তাকে সহায়তার আশ্বাস দিয়েছে। টুইটারে চা বিক্রি করছেন হুজাইফা এমন ছবি পোস্ট করে একজন মন্তব্য করেছেন কি বিস্ময়কার ফলাফল। পাঁচ ভাইবোন ও মায়ের সংসারে খরচ মেটাতে তাকে চা বিক্রি করতে হয়। বাবা নেই। তারপরও পরীক্ষায় এত চমৎকার ফলাফল।
টুইটারে অনেকে তার কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। এর আগে সে স্কলারশিপ পেলেও তা নিতে অস্বীকার করে কারণ পরিবারের সবার জন্যে সে অর্থ উপার্জনের পাশাপাশি পড়াশুনা চালিয়ে গিয়েছে। তা না করলে তার পরিবার না খেয়ে থাকত। পাকিস্তানের বাইতুল-মাল সংস্থার পক্ষ থেকে হুজাইফার লেখাপড়া ও তার পরিবারের খরচ মেটানোর আশ্বাস দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।