Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পটুয়াখালীতে করোনায় দুই মহিলার মৃত্যু।মোট মৃতের সংখ্যা ৩২

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ৬:৩৮ পিএম

গতকাল শনিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে একজন এবং বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী সিভিল সার্জন ডা: মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পটুয়াখালী মেডিকলে কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ কামরুজ্জামান জানান,গত ২৮ তারিখে শহরের আরামবাগ এলাকার শ্বাসকষ্ট সহ করোনার অন্য উপসর্গ নিয়ে মাহমুদা বেগম (৮০) ভর্তি হন এবং ঐ দিনই তার নমুনা সংগ্রহ করা হয়।২৯ জুলাই তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে।গতরাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।আজ কোভিড প্রটোকল অনুযায়ী তাকে দাফন করা হয়েছে।
এ দিকে করোনা আক্রান্ত বাউফলের হাসিনা বেগম(৬০)দীর্ঘদিন বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বাউফলের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ