Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢালিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ৭:৪৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন ঢাকায় সিনেমার একঝাঁক অভিনয়শিল্পী। দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁদের অনুরাগীদের ঈদের শুভকামনা জানিয়েছেন।

শাকিব খান, জয়া আহসান, ইয়ামিন হক ববি, আরিফিন শুভ, সাদিকা পারভিন পপি সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় আনন্দবার্তা ছড়িয়ে দিয়েছেন।

ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে খান সাহেব লেখেন, 'সবার প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা রইলো। ঈদের আনন্দ পৌঁছে যাক সবার ঘরে, এই প্রত্যাশা রইলো। ঈদ মুবারক।'

দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পেইজে লেখেন, 'মহামারীর বিরক্তিকর সময়ে আমাদের মাঝে এসেছে ঈদুল আজহা। এটি আমাদের ত্যাগের প্রকৃত মূল্য অনুভব করা এবং এটি আমাদের আত্ম উপলব্ধি করার সুযোগ দিয়েছে। ভালোবাসা ত্যাগের মাধ্যমে অন্যকে আত্মদান করা। ঈদ মুবারক।'

সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি লিখেছেন, ঈদ মোবারক। সবাই নিরাপদে থাকুন।'

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আরিফিন শুভ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, 'ঈদ মুবারক।'

নভেল করোনায় আক্রান্ত হয়ে নিজের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে আছেন চিত্রনায়ক সাদিকা পারভিন পপি। সেখানে থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পপি লেখেন, 'সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। ঈদ মুবারক।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ