Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ ও মুখোশের পিয়ারী বেগম ও মাহবুবা রহমানকে নিয়ে অনুষ্ঠান

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। সিনেমাটি পরিচালনা করেছিলেন আব্দুল জব্বার খান। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। চলচ্চিত্রটির মুক্তির ৬০ বছর পূর্তি হয়েছে।  ৬০ বছর আগের এ সিনেমাটি ঐতিহাসিকভাবেও বহুল আলোচিত। এতে প্রধান তিন নারী চরিত্রের মধ্যে একজন নায়িকা ছিলেন পিয়ারী বেগম ও এ সিনেমাতে একটি গান করেন মাহবুবা রহমান। মিডিয়াবিমুখ এ দু’জন এখনো বেঁচে আছেন। সিনেমাটির ৬০ বছর পূর্তি উপলক্ষে এ দুজনকে নিয়ে এনটিভিতে প্রচার হবে জনপ্রিয় অনুষ্ঠান ‘বন্ধু তোমারই খোঁজে’র বিশেষ পর্ব। অনুষ্ঠানে তাঁরা মুখ ও মুখোশ নিয়ে নানা স্মৃতিচারণ করেছেন। উল্লেখ্য মুখ ও মুখোশের এই নায়িকা এবং গায়িকার এই অনুষ্ঠানের মাধ্যমেই প্রথমবারের মত সরাসরি হাজির হচ্ছেন। জাহাঙ্গীর চৌধুরীর পরিকল্পনা ও প্রযোজনায় এবং ইভান সাইর’র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৯টায়। অনুষ্ঠানের উপস্থাপক ইভান সাইর বলেন, এমন একটি আয়োজন উপস্থাপনা করতে পারা নিঃসন্দেহে সৌভাগ্যের এবং গর্বের বিষয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুখ ও মুখোশের পিয়ারী বেগম ও মাহবুবা রহমানকে নিয়ে অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ