Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিম দিলেন খাসি, মৌসুমী, নিপুন ও পরী দিলেন গরু কোরবানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২০, ৪:৫৫ পিএম

পুরো দেশব্যাপী পালিত হলো পবিত্র ঈদুল আজহা। তবে অন্য পাঁচটি ঈদের তুলনায় এবারের ঈদটা ভিন্ন রকম। যার কারনও ইতোমধ্যে সবারই জানা। কিন্তু ঈদ আনন্দ তো আর থেমে থাকেনা। সাধারণ মানুষের পাশাপাশি এ দিনটিকে ঘিরে নানা পরিকল্পনা সাজিয়ে থাকেন শোবিজ তারকারাও। অসহায়, গরীব-দুঃখীদের জন্য দিয়েছেন কোরবানীও।

এদিকে এবারের ঈদটা খানিকটা ভিন্নভাবে হাজির হয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের জীবনে। ঈদের দিন নিজের গৃহকর্মী ও বাসার দারোয়ানদের জন্য একটি খাশি কোরবানি দিয়েছেন। বেশ আনন্দ নিয়েই এমনটি জানিয়েছেন নায়িকা নিজেই।

বিষয়টি সম্পর্কে বিদ্যা সিনহা মিম জানিয়েছেন, 'ত্যাগেই আনন্দ, ত্যাগেই সুখ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্বজুড়ে চলমান সঙ্কটের কারণে সবাই নিরাপদে ঈদ উদযাপন করবেন বলে আমার প্রত্যাশা। আমিও আমার পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে ঈদ উদযাপন করছি।'

মিম আরও বলেন, 'মানুষের মনে আনন্দ নেই। অনেকেই আর্থিক সঙ্কটে পড়ে দুশচিন্তায় দিন যাপন করছেন। জীবনে প্রথমবার বাসার প্রিয় কর্মীদের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। মূলত তাদের জন্যই আমার এই ক্ষুদ্র আয়োজন। মানুষ মানুষের জন্য। সবাইকে ঈদ মুবারক।'

অন্যদিকে ২০১৬ সালে থেকে বিএফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। বরাবরের মতো সেখানে এবারও তিনি কোরবানি দিয়েছেন। এ বছর ৫ টি গরু দিয়েছেন নায়িকা। পাশাপাশি এফডিসিতে কোরবানি দিয়েছেন অভিনেত্রী মৌসুমী এবং নিপুণও। তারা দু'জনে দিয়েছেন একটি করে গরু। সবমিলিয়ে ঈদের দিন মোট ৭টি গরু এফডিসিতে কোরবানি দেওয়া হয়েছে।

তাদের কথায়, 'চলচ্চিত্র পরিবারের নিন্ম আয়ের শিল্পী ও কলাকুশলীদের জন্যই এই কোরবানি এফডিসিতে দিয়েছেন তারা। এখানে অনেকেই আছেন যারা কোরবানি দিতে পারছেন না। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদুল আযহা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ