Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৬ বছর পর এবার ঈদের নামাজ আয়া সোফিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৫:১৫ পিএম

তুরুস্কের মুসলমানদের জন্য এবারের ঈদের দিন ছিলো অন্যরকম। করোনাযভাইরাসের কারণে নানা নিষেজ্ঞার পরও বিশষেভাবে উৎদযাপন করে তারা। কার এবার তাদের জন্য আয়া সোফিয়াকে উন্মুক্ত করে দেয়া হয়।

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে ৮৬ বছর পর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেছেন।

গত জুমার দিনে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৩৪ সালে মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছিল।

হাজার হাজার মুসল্লি তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আলি এরবাসের ইমামতিত্বে ঈদুল আজহা তথা কোরবানি ঈদের নামাজ আদায় করেন।

মুসল্লিদের জন্য ওয়ান-টাইম জায়নামাজ, জীবাণুনাশক, মাস্ক এবং পানি সরবরাহ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

যারা মসজিদে জায়গা না পেয়ে বাইরে অবস্থান নিয়ে নামাজ আদায় করেছেন তাদের জন্য বড় ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল।

এছাড়া আয়া সোফিয়ায় ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিদের রূপার তৈরি স্মারক উপহার দেয় স্থানীয় ফাতিহ জেলার কর্মকর্তারা।

আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থোডক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মোহাম্মাদ ফাতিহ ইস্তাম্বুল বিজয় করে তা ক্রয় করেন এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন।

ওসমানী খেলাফতের বিলুপ্তি ঘটলে ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪ নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদ পশ্চিমা খ্রিস্টান বিশ্বকে খুশি করতে মসজিদটিকে জাদুঘরে পরিণত করে।

গত ১১ জুলাই তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের জাদুঘর করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে আবার তা মসজিদে রূপান্তরের নির্দেশ দেয়। পরে ২৪ জুলাই জুমার নামাজের মধ্য দিয়ে ফের সেখানে নামাজ শুরু হয়।



 

Show all comments
  • Jubayer ৩১ জুলাই, ২০২০, ৭:৩০ পিএম says : 0
    Ami khob anandito arokom Akta khobor sune
    Total Reply(0) Reply
  • আবুল কালাম আজাদ ১ আগস্ট, ২০২০, ৮:৫৪ এএম says : 0
    শুকুর গুজার মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা এরোদগান সরকার কে মহান আল্লাহুর রহমতে মুসলিমদের মসজিদ ফিরে পাওয়ার জন্য, মুসলিমরা ধর্ম কে হেয় প্রতিপন্ন করে কোন বি-ধর্মির সাথে আপোষ করতে পারে না, যদি করে সে মুসলমান থাকেনা, মানুষ ক্ষমতার জোরে হয়তো ইচ্ছে মত চলতে বা চালাতে পারে কিন্তু সেটা ক্ষণ স্হায়ী, আল্লাহুর দ্বীন ইসলাম চিরকাল থাকবে এটাই সত্য???
    Total Reply(0) Reply
  • Arafat Talukder ১ আগস্ট, ২০২০, ৮:৫৯ পিএম says : 0
    হৃদয়ের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা রইল তুরস্কের সকল মুসলিম ভাই ও বোনদের প্রতি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ