Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা মিশর করোনা আক্রান্ত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১:০০ পিএম

করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা মাগুরা জেলা আওয়ামী যুবলীগের হটলাইন টীমের সদস্য মেহেদী হাসান মিশর করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা সংকটে সকল ঝুঁকি উপেক্ষা করে মানুষের কল্যাণে সাহসী ও মানবিক কাজের জন্য দৃষ্টান্ত স্থাপনকারী, মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান পরিচালিত হটলাইন টীমের অন্যতম সদস্য মেহেদী হাসান মিশর।

দেশে করোনা সংক্রামিত হবার শুরু থেকেই স্বেচ্ছায় শ্রম দিতে আগ্রহী যুবলীগ নেতাকর্মীদের সমন্বয়ে হটলাইন টীম গঠন করে মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় মানুষের কল্যানে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে হটলাইন টীম।

ঘরে বয়স্ক মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে দেশের এই চরম সংকটে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের হটলাইন টীমের একজন বীর যোদ্ধা হিসেবে রাতের আধারে পরিচয় গোপন রেখে অভুক্ত মানুষের দরজায় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া, অসহায় মা-বোনেদের বাচ্চাদের দুধ ডিম কিনে পৌঁছে দেওয়া, অসহায় অসুস্থ মানুষের ঔষধের ব্যবস্থা করা, করোনা আতংকের কারনে গুরুতর অসুস্থ হয়ে কেউ চিকিৎসা না পেলে ডাক্তার ডেকে সুচিকিৎসার ব্যবস্থা করা, জীবাণুনাশক স্প্রে ছেটানো এবং প্রতিদিন শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জ, হাট-বাজার সহ সমস্ত মাগুরায় সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক নিরবচ্ছিন্ন প্রচারণার পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে মাস্ক বিতরন করা, করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অভয় দেওয়াসহ খাদ্য ও বিভিন্ন ধরণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছায় জরুরী সেবায় নিয়োজিত থেকে নিজেই আজ করোনায় আক্রান্ত মেহেদী হাসান মিশর।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের হটলাইন টীমের পক্ষ থেকে করোনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই বীর যোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ