Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার তিন গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ৯:৪৯ এএম

সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার তিন গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে সদরের বাউকোলা,ভাড়ুখালী ও তালা উপজেলার ইসলামকাটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বাউকোলা গ্রামের আবদুল্লাহ সরদার জানান, সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর সবাই মিলে বাউকোলা গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে এবার পৃথকভাবে তিন গ্রামে মসজিদে নামাজ হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে বাউকোলা গ্রামে সকাল পৌনে আটটায়,ভাড়ুখালীত সকাল পৌনে সাতটায় এবং ইসলামকাটিতে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে তারা ছাগল কোরবানি দিয়েছেন।
বাউকোলা গ্রামে ইমামতি করেন, মাওঃ মহব্বত আলী। এছাড়া,ভাড়ুখালীতে মাওঃ মাহবুবুর রহমান ও ইসলামকাটিতে শেখ আশরাফ হোসেন ইমামতি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ