Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় কৃষিতে ক্ষয়ক্ষতি ২৫কোটি টাকা

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ৩:১৪ পিএম | আপডেট : ৩:১৮ পিএম, ৩০ জুলাই, ২০২০

নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫কোটি টাকা। তবে গত দুইদিন থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির সর্বশেষ হিসেবনুযায়ী রোপা আমন এক হাজার ২শ’ ৬০ হেক্টরের মধ্যে ক্ষতি হয়েছে ৭০ হেক্টর। রোপা আমন বীজতলা এক হাজার ২শ’ ৭৫হেক্টরের মধ্যে পানিতে ডুবে গেছে প্রায় দেড়শত হেক্টর। সবজী একশ ৪২ হেক্টরের মধ্যে ক্ষতি একশ ৭ হেক্টর। রোপা আউশ ক্ষতি হয়েছে ৩শ’ ২০ হেক্টর। মোট ক্ষয়ক্ষতি প্রায় ৩২হাজার হেক্টর জমির ফসল। উপজেলার বড়িয়া গ্রামের কৃষক রাজু আহমেদ ও গোয়ালবাড়িয়া গ্রামের ইউসুব ইসমাইল জানান,নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলনবিল অঞ্চলের ফসলের পাশাপাশি আধাপাকা ঘর-বাড়ি গুলো নষ্ট হয়ে গেছে এবং পাট চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সাংবাদিক এসএম রাজু আহমেদ জানান,বন্যায় প্রায় প্রতিটি রাস্ত-ঘাট নষ্ট হয়ে গেছে এবং হঠাৎ করে বন্যা নিয়ন্ত্রণ কয়েকটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় অনেকেই ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন বলেন, গত সপ্তাহে কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫কোটি টাকা। কিন্তু রোববার হঠাৎ বন্যার পানির তোড়ে কলমের কলকলির বাঁধ ভেঙ্গে ক্ষতির পরিমান প্রায় ২৫ কোটি টাকা। তবে গত দুইদিন থেকে উপজেলার আত্রাই ও বারনই নদীর পানি কমতে শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যায় ক্ষতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ