Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসায় যুবলীগের হামলা

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোর শহরের বাসায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রীর মেয়েসহ তিনজন আহত হয়েছেন। সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য পৌর যুবলীগের একটি অংশকে দায়ী করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর গতকাল বুধবার দুপুরে পুলিশ রেদোয়ান হোসেন সাব্বির নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কয়েকজন যুবক হাতে ক্রিকেটের স্ট্যাম্প ও অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নাটোরের কানাইখালি মহল্লার জেলেপাড়ার বাসভবনে ঢুকে পড়ে। বাসার কেয়ারটেকার বাবু তাদের বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে তারা অতিথি কক্ষে প্রবেশ করে। এ সময় তার মেয়ে স্থানীয় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মৌসুমী পারভীন সেখানে এলে তাকেও স্ট্যাম্প দিয়ে পেটায়। তখন মন্ত্রীর দুই জামাই মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম ভবনের অন্যান্য তালা থেকে নেমে এলে হামলাকারীরা তাদেরও মারপিট করে। এ সময় আহাদ আলী সরকারের স্ত্রী দীর্ঘ সময় ধরে চিৎকার-চেঁচামেচি করলেও ভয়ে আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি বলে তিনি জানান। ততক্ষণে হামলাকারীরা মেয়েদের আনুমানিক চার লাখ টাকার স্বর্ণালংকার কেড়ে নিয়ে দ্রুত চলে যায়। এ সময় হামলাকারীরা আহাদ আলী সরকারকে খোঁজাখুঁজি করতে থাকে। তবে তিনি এ সময় বাসার বাইরে ছিলেন। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি পুলিশ সুপার ও সদর থানাকে ঘটনাটি জানালে বিপুল সংখ্যক পুলিশ তার বাড়িতে আসে। জানা গেছে, সাবেক এই প্রতিমন্ত্রী তিনতলা এই বাসায় দুই মেয়ে-জামাইকে নিয়ে বসবাস করেন। আহাদ আলী সরকারের ছোট জামাতা মাজহারুল ইসলাম জানান, তিনি হৈচৈ শুনে ওপর থেকে নিচে নেমে আসার সাথে সাথেই দুর্বৃত্তরা তাকে মারপিট করতে শুরু করে। তখন তার বড় ভায়রা বাইরে থেকে বাসায় ফিরে তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও টানাহেঁচড়া করে দুর্বৃত্তরা। আহাদ আলী সরকার রাতেই তার বাসায় তাৎক্ষণিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বর্তমানে তিনি সপরিবারে নাটোরের বাসায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকা-ে অংশ নিচ্ছেন। এটা দলের অনেকে সহ্য করতে পারছেন না। তাই সুপরিকল্পিতভাবে তার পরিবারের ওপর হামলা ও লুটপাট করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য পৌর যুবলীগের সদস্য রেদোয়ান হোসেন সাব্বিরসহ তার সহযোগীদের দায়ী করেন। এ ঘটনায় আহাদ আলী সরকার গতকাল বুধবার রেদোয়ান হোসেন সাব্বিরসহ অজ্ঞাত ৮-৯ জনকে অভিযুক্ত করে নাটোর থানায় ভাঙচুর, মারপিট, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলার প্রেক্ষিতে বুধবার দুপুরে শহরের কানাইখালি এলাকা থেকে রেদোয়ান হোসেন সাব্বির নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসায় যুবলীগের হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ