রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (এফ ডব্লিও সি) রয়েছে। প্রতিটিতে রয়েছে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন পিয়ন। স্টাফ থাকলেও প্রায় ১ বছর ধরে নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ। ফলে মা ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র মুশুল্লী, সিংরইল, আচারগাঁও, চন্ডীপাশা, জাহাঙ্গীরপুর, ঝালুয়া ও বেতাগৈর ইউনিয়নের কেন্দ্রগুলোতে সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে। রোগীরা চিকিৎসা সেবা নিলেও ওষুধ কিনতে বলা হচ্ছে বাহির থেকে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুজ্জোহা ওষুধের স্বল্পতার কথা স্বীকার করে বলেন, বিগত প্রায় ৭/৮ মাস যাবৎ কোন প্রকার ওষুধ সরবরাহ নেই। তিনি আরো বলেন, এ ব্যাপারে ওষুধের চাহিদা পাঠানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।