Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বোস্টনে বাংলাদেশী তরুণ সিয়ামের হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২০, ১০:২১ এএম

যুক্তরাষ‌ট্রের বোস্টন পুলিশ কমিশনার উইলিয়াম জি গ্রস বলেছেন, সম্প্রতি কনভিনিয়েন্স স্টোর এ কর্মরত অবস্হায় মাথায় গুলিবিদ্ধ সিয়ামের হামলাকারীকে দ্রুততার সাথে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
২৯ জুলাই বুধবার দুপুরে বস্টন কনভিনিয়েন্স অনার্স এসোসিয়েশন এর একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেলে তিনি একথা বলেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন, বস্টন কনভিনিয়েন্স অনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক হুমায়ুন মোরশেদ, বেইনের সাধারণ সম্পাদক হিসাবে ওমর এফ সামী, সাংবাদিক তাপস বড়ুয়া, ব্যবসায়ী আব্দুল মতিন প্রমূখ।
দীর্ঘক্ষণ ফলপ্রসূ আলোচনা শেষে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ কমিশনার আরো বলেন, এখন থেকে কনভিনিয়েন্স স্টোরগুলোতে নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। বাংলাদেশীসহ প্রতিটি নাগরিকের নিরাপত্তা প্রদানে বস্টন পুলিশ বদ্ধপরিকর ।
তিনি সিয়ামের ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং তার সুস্হতা কামনা করেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ