Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে পৌঁছেছে ভারতের রেলের ১০ ইঞ্জিন

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৭:৪৮ পিএম

পশ্চিম রেলের ভারতের তৈরী লোকোমোটিব প্রবেশ করলো। রেলকে ঈদ উপহার হিসেবে ভারতের ১০টি ব্রড গেজ রেল ইঞ্জিন আজ বুধবার পার্বতীপুরে এসে পৌঁছেছে। জ্বালানী তেলবাহী ট্রেনের সাথে যুক্ত হয়ে এসব ইঞ্জিন পার্বতীপুরে এসে পৌছার পর এগুলো রিসিভ করে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) নুর মোহাম্মদ।

গত সোমবার ভারতের গেদে রেল স্টেশন থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌছে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন।

পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী নুর মোহাম্মদ জানান, ভারত সরকার প্রদত্ত ১০ টি লোকোমোটিভের মধ্যে ৮টি ২০১৩ সাল, একটি ২০১৪ সাল ও অপরটি ২০১৫ সালের মডেলের। ইঞ্জিনগুলোর ভারতীয় সিরিজ নম্বর ডাবি¬ই ডি এম থ্রি ডি টাইপের লোকো নম্বর- ই সি আর ১১৪৩১, ১১৪৩২, ১১৪৩৩, ১১৪৩৪, ১১৪৩৫, ১১৫৮৭, ইকোর ১১৪৩৬, ১১৪৩৭, ইআর ১১৪০৬ ও ১১৫৭১।

অপরদিকে, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার একটি সূত্রে বলা হয়েছে এসব ইঞ্জিন ভারতে রেলের বিভিন্ন রুটে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবহার হয়ে আসছে। সূত্রটি জানায়, এসব ইঞ্জিন কারখানায় পৌছার পর প্রতিটি ইঞ্জিন পৃথকভাবে যন্ত্রাংশ পরিক্ষা শেষে ট্রায়ালে পাঠানো হবে। এর আগে নতুন করে বাংলাদেশ রেলওয়ের আদলে রং পরিবর্তন ও সিরিজ লেখা হবে। কেলোকায় ইঞ্জিন নেয়ার পরে রং ও লোগো পরিবর্তন করে চলাচল করবে।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলের ইঞ্জিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ