Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশের ৪টি স্পেশাল টিম নেমেছে মাঠে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৬:৫৮ পিএম

পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) চারটি ‘স্পেশাল টিম’ নেমেছে মাঠে। দু’টি ভাগে বিভক্ত হয়ে আজ বুধবার থেকে কাজ শুরু করেছে এ টিম চারটি। মোটর সাইকেলযোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তদারকিতে থাকবে টিমগুলো।

এসএমপি জানিয়েছে, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা রোধ, অপরাধ দমন, রাস্তায় পশুর গাড়ি যত্রতত্র না থামানো, অবৈধ পার্কিং উচ্ছেদ, যানজট নিরসন ও কোরবানীর পশু পরিবহনে সহায়তা করতেই এসএমপির ট্রাফিক বিভাগের এই স্পেশাল টিমগুলো নেমেছে মাঠে। সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়েরের নেতৃত্বে নগরীর এয়ারপোর্ট সড়ক থেকে লাক্কাতুরা বাজার, বড়শালা বাজার, চৌকিদেখি, আম্বরখানা, দর্শনদেউড়ি, সুনামগঞ্জ সড়কের সুবিদবাজার, পাঠানটুলা, মদিনা মার্কেট, আখালিয়া হয়ে টুকেরবাজার পর্যন্ত এবং আম্বরখানা থেকে হযরত শাহপরান (রহ.) মাজার সড়কে শাহী ঈদগাহ, টিলাগড়, মেজরটিলা হয়ে শিবগঞ্জ, নাইওরপুল, কুমারপাড়া, চৌহাট্টা, রিকাবীবাজার পর্যন্ত কাজ করবে ‘টিম-১’ ।

সহকারী কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমানের নেতৃত্বে নগরীর রিকাবীবাজার হয়ে কাজীরবাজার, খোজারখলা, চন্ডিপুল, এবং চন্ডিপুল থেকে হুমায়ুন রশীদ চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, কদমতলী টার্মিনাল, শিববাড়ি, পারাইরচক, গোটাটিকর, আলমপুর, শাহজালাল সেতু হয়ে মেন্দিবাগ, সোবহানীঘাট ও বন্দরবাজার এলাকায় নিয়োজিত থাকবে ‘টিম-২’ ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জ্যোতির্ময় সরকার জানান, ‘১লা আগস্ট পর্যন্তকাজ করবে এই টিমগুলো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ