Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে একদিনে করোনা শনাক্ত ২৯৬ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ২:২২ পিএম

রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৩৫ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৬৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৪৮২ জন। 

আজ দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ১০৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন, নওগাঁয় একজন, নাটোরে ৩৪ জন, জয়পুরহাটে ৪১ জন, বগুড়ায় ৬১ জন, সিরাজগঞ্জে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই দিনে পাবনায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৯০ জন। এছাড়াও এ দিনে নওগাঁয় একজন ও বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৬৮৭ জন। এছাড়াও রাজশাহী জেলায় ২ হাজার ৯৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪২০ জন, নওগাঁয় ৯২৩ জন, নাটোরে ৪৩৯ জন, জয়পুরহাটে ৭০৮ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৩৬১ জন ও পাবনায় ৮২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মৃতের সংখ্যা ১৬৭ জন। এর মধ্যে রাজশাহীতে ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ১০২ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬ হাজার ৪৮২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১২১৯, চাঁপাইনবাবগঞ্জে ১৯৪ জন, নওগাঁয় ৭০৪ জন, নাটোরে ২১২ জন, জয়পুরহাট ২০৬ জন, বগুড়ায় ৩ হাজার ১০৪ জন, সিরাজগঞ্জ ৪৪০ জন ও পাবনায় ৪০৩ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ