Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্কের জন্য গ্রেফতার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। করোনার তোয়াক্কা করেনি। তাই এমন আচরণের ফল ভোগ করতে হল। অভিযুক্তকে ধরে থানায় নিয়ে গেল পুলিশ। তবে, এই অভিযুক্ত কোন মানুষ নয়, একটি ছাগল। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের বেকনগঞ্জ এলাকাতে।
জানা গেছে, বিনা মাস্কে ঘুরে বেড়ানোর কারণে একটি ছাগলকে গ্রেফতার করে কানপুর পুলিশ। ইতিমধ্যে বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গ্রেফতার করে পুলিশ জিপে করে ওই ছাগলটিকে নিয়ে গিয়েছিল থানাতে। খবর পেয়ে ছাগলটির মালিক থানায় যেয়ে অনেক অনুরোধ করে ছাগলটি ছাড়িয়ে আনেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকেও কড়া ধমক দেয়া হয় বলে জানা গেছে। সঙ্গে সতর্ক করে দেওয়া হয়, এভাবে মাস্ক না পরে যেন ভবিষ্যতে ছাগলকে রাস্তায় ঘুরতে দেয়া না হয়।
ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনাটির ভিডিও। যেখানে দেখা যায়, কয়েকজন পুলিশকর্মী মিলে একটা ছাগলকে পুলিশ ভ্যানে তুলছেন। এমন কান্ড দেখে রীতিমতো অবাক সবাই। যেখানে সচেতনতার অভাবে অনেক মানুষই মাস্ক ছাড়া এখনও বাড়ির বাইরে বেরিয়ে পড়ছেন, সেখানে একই অপরাধে একেবারে ‘গেফতার’ই করা হল নিরীহ ছাগলকে! অনেকের কাছেই বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ওই পুলিশকর্মীদেরই একজন স্বীকার করেছেন, সত্যিই মাস্ক না পরায় তারা ছাগলটিকে থানায় ধরে এনেছিলেন। তার কথায়, ‘মানুষ এখন নিজেদের পোষা কুকুরকেও মাস্ক পরাচ্ছে। তাহলে ছাগল নয় কেন?’ সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ