Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে কলেজ ছাত্র আটক

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : জেলার রামগড়ে ফেসবুকে প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ব্যাঙ্গাত্মক ছবি পোস্ট করায় মোঃ শফি উল্যাহ (১৭) নামে এক কলেজ ছাত্রকে সোমবার রাতে রামগড় আবাসিক এলাকার বাসা থেকে আটক করে রামগড় থানা পুলিশ।শফিউল্যাহর পিতা মোঃ হাবিবুর রহমান রামগড় পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী। সে ২০১৬ সালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে বর্তমানে চাঁদপুরের একটি কলেজে পড়াশুনা করছে।
এ বিষয়ে রামগড় সার্কেল এএসপি কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অনুষ্ঠানের সংবাদ ফেসবুকে দিলে শফিউল্যাহ সংবাদটিকে কটাক্ষ করে কমেন্ট করে, পরে তার ফেসবুক আইডি পরীক্ষা করলে তাতে প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি অত্যন্ত ব্যাঙ্গাত্মকভাবে পোস্ট করা অবস্থায় পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামগড়ে কলেজ ছাত্র আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ