Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে কুমার নদীর মাছ ভেসে উঠছে

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : বোয়ালমারী উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে অজানা কারণে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে। এ সুযোগে নদীপাড়ের মানুষকে দিনভর ওই মাছ ধরতে দেখা গেছে। একটি সূত্র থেকে জানা যায়, মধুখালী চিনি কলের বিষাক্ত বর্জ্য উপজেলার আড়কান্দি এলাকার কুমার নদীতে ফেলার কারণে পানি বিষাক্ত হয়ে যেতে পারে। গত চার-পাঁচ দিন ধরে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়াসহ আশপাশ এলাকার লোকজনকে তাদের বাড়ির সামনে কুমার নদীতে ভেসে ওঠা মাছ ধরতে দেখা গেছে। নদীর পাড়ে বসবাসরত জেলে সম্প্রদায়সহ অনেকেই এই নদী থেকে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের জেলে বিমল কুমার মালো বলেন, নদীতে আমার দুটা কাঠা দেয়া আছে। আমার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। মাছ মরে যাওয়ায় আমি পথে বসে গেছি। একই গ্রামের অমল মালো বলেন, আমার একটা কাঠার পিছনে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। তারা সাংবাদিকদের জানান নদীতে চিনি কলের বিষাক্ত বর্জ্য ফেলার কারনে মাছ মরে যাচ্ছে। নদীতে বর্জ্য ফেলার বিষয়ে মধুখালী চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, আমরা মিলের মধ্যে চতুর দিক ঘিরে বর্জ্য রেখে দিয়েছি। নদীতে বর্জ্য ফেলার অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নদীতে বর্জ্য ফেলার বিষয়টি আমার জানা নেই। তা ছাড়া মাছ মরে ভেসে ওঠার ব্যাপারেও কেউ কোনো কিছু আমাকে জানায়নি। কি কারণে এমন হয়েছে তাও আমি বলতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোয়ালমারীতে কুমার নদীর মাছ ভেসে উঠছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ