Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

দাবানলে অস্ট্রেলিয়ায় ৩০০ কোটি বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৮:০৭ পিএম

অস্ট্রেলিয়ায় ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানলে প্রায় ৩০০ কোটি প্রাণী মারা গেছে অথবা বাস্তুচ্যুত হয়েছে গত বছর ও এবছর। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়। -বাসস

অস্ট্রেলিয়ার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের এই সমীক্ষায় বলা হয়, এ বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে ১৪ কোটি ৩০ লাখ স্তন্যপায়ী প্রাণী, ২ কোটি ৪৬ লাখ সরীসৃপ, ১৮ কোটি পাখি এবং ৫ কোটি ১০ লাখ ব্যাঙ। পেপারের অন্যতম লেখক ক্রিস ডিকম্যান বলেন, আগুনে পুড়ে ঠিক কত প্রাণী মারা গেছে বলা যাচ্ছে না ,তবে আগুন থেকে যত প্রাণী পালাতে পেরেছিল খাদ্যাভাব, বাসস্থানের অভাব এবং শিকারীদের কাছ থেকে তাদের বেঁচে থাকার সংখ্যা খুব বেশী নয়।

২০১৯ সালের শেষ দিকে এবং ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়ার খরাপ্রবন বনভূমির ১ লাখ ১৫ হাজার বর্গ কিলোমিটার (৪৪ হাজার বর্গ মাইল) এলাকা পুড়ে গেছে, এতে ৩০ জনের বেশী লোকের মৃত্যু হয়েছে এবং পুড়েছে কয়েক হাজার ঘরবাড়ি । বিজ্ঞানীরা বলেছেন, অস্ট্রেলিয়ার আধুনিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় জুড়ে এই দাবানলে জলবায়ু পরিবর্তনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ