Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

হংকংয়ে নিরাপত্তা আইন কার্যকর করায় প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে নিউজিল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৭:৩১ পিএম

হংকংয়ে চীনের নিরাপত্তা আইন কার্যকর হওয়ায় প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে নিউজিল্যান্ড। এ বিষয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, এক দেশ দুই ব্যবস্থা’ নীতিকে অপমান করেছে চীন।– সিএনএন, বিবিসি

উইনস্টন আরও বলেন, চীন তাদের প্রতিজ্ঞা থেকে সরে এসেছে যেটা তারা আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে করেছিল। হংকং ভ্রমণে নিউজিল্যান্ডের বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে । এর আগে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চালুর কারণে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। সেসব দেশের নাগরিকরাও হংকং ভ্রমণে যাচ্ছেন না।
বিশ্লেষকরা বলছেন, নতুন জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন ধ্বংস করতে চায় চীন। এদিকে হংকং সরকার বলছে, গত বছর গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে যে সংঘাতের সৃষ্টি হয়েছিল, সেটি প্রতিরোধে এই আইন করার প্রয়োজন ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ