Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবশেষে ওয়াইমিংয়ে দেখা হলো কিম ও কানিয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ৭:১২ পিএম

যুক্তরাষ্ট্রের সুপার মডেল কিম কার্দাশিয়ান ও তার স্বামী কানিয়ে ওয়েস্টকে গতকাল সোমবার আবারো এক সঙ্গে দেখা গেলো।পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কানিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেয়ার পর তাদের সম্পর্কে চিড় ধরে। কিমের কাছে ক্ষমা চান কানিয়ে। -ডেইলি মেইল

টিএমজেড বলছে, তাদের দুইজনকে একসঙ্গে দেখা গেছে গাড়িতে। ওয়াইমিংয়ের কডি এলাকায় ফাস্ট ফুড শপ ওয়েন্ডিতে গিয়েছিলেন তারা দুপুরের খাবার খেতে। তারা কথা বলতে বলতে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন। আবেগপ্রবণ হয়ে কিমকে এসময় কাঁদতে দেখা যায়।

ওয়াইমিংয়ে কানিয়ে ওয়েস্টের ১৪ মিলিয়ন ডলার মূল্যের একটি খামার রয়েছে।

স্থানীয় মিডিয়া পিপল ম্যাগাজিন বলছে কানিয়ের কথাবার্তায় ভীষণ মন খারাপ হয়েছিল কিমের। কানিয়ের সঙ্গে কিম বেশ কয়েকবার চ্ষ্টো করেন দেখা করার জন্যে। কিন্তু কানিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। তাদের মধ্যে টানাপড়েন চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ