Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে নারী উদ্যোক্তাদের ৪২টি গরু অনলাইনে বিক্রি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ২:০৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩১জন নারী কৃষি উদ্যোক্তার ৪২টি গরু অনলাইন মার্কেটিং ব্যবস্যা প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়েছে। গত সোমবার উপজেলা নারী কৃষি উদ্যোক্তা চন্ডিপুর এসোসিয়েশন কার্যালয়ে গরু বিক্রির টাকা বিতরণ ও বিক্রিত গরু হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার রেবা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের উপজেলা সমন্বয়কারি কৃষিবিদ জামাল উদ্দিন, দারাজ বাংলাদেশের প্রতিনিধি মাইদুল ইসলাম, উপজেলা নারী কৃষি উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি মিলি বেগম, সাধারন সম্পাদক রাজেকা খানম, আব্দুস ছালাম বসুনিয়া, রুমা খাতুন , মশিউর রহমান, হোসনে আরা বেগম, রিনা পারভীন প্রমুখ। উল্লেখ্য এমএম ডাব্লিউ ডাব্লিউ প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় দারাজ বাংলাদেশ তিন সপ্তাহ পূর্বে উপজেলার ছাপড়হাটি, কঞ্চিবাড়ি, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের ৩১ জন নারী কৃষি উদ্যোক্তার গরুর ছবি ভিডিও করে তা অনলাইনের মাধ্যমে বিক্রয়ের প্রচারণা চালায়। এতে করে ৪২টি গরু অনলাইনে বিক্রি হয়। যার দাম ২৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা। গরুর টাকা প্রকল্পের ব্যাংক হিসাবে জমা হলে গতকাল সোমবার তা বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরবানি পশু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ