Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংবদন্তি অভিনেত্রী আর নেই

দ্য নিউ ইয়র্ক টাইমস | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

হলিউডের পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড আর নেই। গত রোববার ১০৪ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসে নিজ বাসবভনে তার মৃত্যু হয়েছে।
অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র লিসা গোল্ডবার্গ জানান, তিনি ছিলেন দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সর্বশেষ জীবিত তারকা। এই সিনেমার জন্য তিনি অস্কার জিতেছিলেন। এছাড়া তিনি পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।
হলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ১৯৩৯ সালের ‘গোন উইথ দ্য উইন্ড’-এর অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড। অনেক আগেই এই সিনেমা সংশ্লিষ্ট অন্যরা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। অলিভিয়াই ছিলেন কালজয়ী সিনেমার একমাত্র জীবিত সাক্ষী। প্যারিসে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ