মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফেসমাস্ক শুধু নারীরাই ব্যবহার করবেন, পুরুষরা নয় বলে উল্লেখ করেছেন ইরানের ধর্মীয় নেতা হাকিম আল্লামা আব্বাস তাবরিঝিন। তিনি বলেন, চিকিৎসার দৃষ্টিকোণ থেকে ফেস মাস্ক শুধু নারীদের ব্যবহার করা উচিৎ। পুরুষদের জন্য লম্বা সময় ধরে মাস্ক পরে থাকা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। -আল আরাবিয়া উর্দু
আয়াতুল্লাহ আব্বাস তাবরিঝিন নিজ ইন্সটাগ্রাম আইডিতে আপলোডকৃত এক ভিডিও বার্তায় বলেছেন, ঘরের প্রয়োজন পূরণ করা পুরুষদের দায়িত্ব। পুরুষদের অধিকাংশ সময় কাজকামের জন্য ঘর থেকে বাইরে থাকতে হয়। যদি পুরুষ সারাদিন মুখে মাস্ক পরে থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড জমা হয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। তিনি বলেন, শরীয়াতে এমন কোনো কাজ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা অবলম্বন করা মাকরুহ।
তিনি বলেন, নারীরা সর্বদা ঘরে থাকেন। ঘরের বাইরে নারীরা খুব কম সময় অতিবাহিত করেন। অতএব তাদের জন্য মাস্ক ব্যবহার সহজ। এই জন্য ঘরের বাইরে নারীদের মাস্ক ব্যবহারে আপত্তি থাকা উচিৎ নয়। মাস্ক পরা নারীদের জন্য গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য মাস্ক ব্যবহার কোনো গুরুত্ব রাখে না বলে মনে করেন এই ধর্মীয় নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।