Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের জন্য ভালো কিছু করতে চান তারিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৭:০৩ পিএম

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি চার ম্যাচকে সামনে রেখে ২৬ জুলাই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৩৬ সদস্যের এই প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী। যদি শেষ পর্যন্ত জাতীয় দলের চুড়ান্ত স্কোয়াডে তারিকের নাম থাকে তবে তিনি হবেন অধিনায়ক জামাল ভূঁইয়ার পর দ্বিতীয় প্রবাসী ফুটবলার যিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন।

তারিক বাংলাদেশে আসার আগে খেলেছেন ফিনল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ফিনল্যান্ডে নিজ শহর টেম্পেরের ইলভেস ক্লাবের হয়ে দেশটির সর্বোচ্চ লিগেও খেলেছেন তিনি। ইউরোপের একটি দেশের জাতীয় দলে খেলার হাতছানি যার সামনে সেই তারিক রায়হান কাজীর স্বপ্ন ছিল সব সময়ই বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতানোর। স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে গেলেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার। জায়গা পেলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। এবার অপেক্ষা চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেয়ার। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাবেন তারিক। দেশের জন্য ভালো কিছু করতে চান তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপকালে তারিক রায়হান কাজী বলেন,‘আমার সব সময়ই লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে খেলা। যেমনটি খেলে তারকা বনে গেছেন জামাল ভূঁইয়া।’

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়ে কেমন অনুভূতি? এমন প্রশ্নে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া তারিক কাজীর উত্তর,‘এখন ফিনল্যান্ডে থাকলেও আমি খুব খুশি। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছি, খবরটা জানার পর থেকে ঢাকায় আসার জন্য ছটফট করছি। কারণ আমার স্বপ্ন যে দেশের জার্সি গায়ে খেলা। এখন তো ফ্লাইটের সমস্যা। তবে বিকল্প অনেক ব্যবস্থা আছে। ক্যাম্প শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে। চলে আসব সময়মতোই।’ তিনি যোগ করেন,‘প্রাথমিক দলে সুযোগ পেয়ে আমার স্বপ্নের একটি অংশ পূরণ হলো। এখন মূল স্কোয়াডে টিকে থাকতে হবে। না হলে তো লাল-সবুজ জার্সি গায়ে চড়ানো যাবে না। আমার প্রধান লক্ষ্য জাতীয় দলের মূল স্কোয়াডে জায়গা করে নিয়ে দেশের জন্য ভালো কিছু করা। আমি ফিনল্যান্ডে থাকলেও বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসি। আমরা দুই ভাই, দুই বোন। সবাই বাবার কাছে দেশের গল্প শুনেছি। আমি দেশের জন্য কিছু করতে চাই। তাই আমি বাংলাদেশের জার্সিতে খেলার লক্ষ্য নির্ধারণ করেছি। আমি দেশকে হৃদয়ে ধারণ করি।’ তারিক রায়হান কাজী’র বাবার নাম শাইদুল কাজী। বাংলাদেশের নঁওগায় তারিকের বাবা-দাদাদের বাড়ি। বসুন্ধরা কিংসের সঙ্গে তার তিন বছরের বছরের চুক্তি। বসুন্ধরা ছাড়া বাংলাদেশের জনপ্রিয় দুই ক্লাব মোহামেডান বা আবাহনীতে খেলার ইচ্ছে আছে কিনা? এ প্রসঙ্গে তারিক বলেন,‘তিন বছরের চুক্তি বসুন্ধরা কিংসের সঙ্গে। তাই এখন কিছু ভাবছি না। তাছাড়া দেশের নম্বর ওয়ান ক্লাবেই তো আছি। ভবিষ্যতে ভেবে দেখবো বসুন্ধরা ছাড়া অন্য কোনো ক্লাবের কথা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ