Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবির আইন বিভাগের সভাপতিকে কারণ দর্শানো নোটিশ

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণ ও বিভাগীয় শিক্ষকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান ম-লকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে ৬টি বিষয় উল্লেখ করে ড. শাহজাহান ম-লকে প্রদান করেন। জানা যায়, বিতর্কিত নিয়োগ বোর্ড বাতিল ও স্বৈরাচারী মনোভাবের জন্য বিভাগীয় সভাপতি প্রফেসর ড. শাহজাহান ম-লকে অপসারণের দাবিতে আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষকরা গত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে। তাদের আন্দোলনে ক্লাস-পরীক্ষাসহ বিভাগীয় সকল কর্মকা- বন্ধ আছে। সভাপতিকে কেন অপসারণ করা হবে না এ জন্য গত ২ ফেব্রুয়ারী আইন বিভাগের শিক্ষকরা সভাপতির বিরুদ্ধে ৬টি অভিযোগ উল্লেখ করে ভিসি বরাবর একটি আবেদন পাঠায়। আইন বিভাগের শিক্ষকদের এই ছয়টি অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল (বুধবার) প্রফেসর ড. শাহজাহান ম-লকে কারণ দর্শানো নোটিশ প্রদান করে এবং আজ (বৃহস্পতিবার) বেলা ১২টার মধ্যে তাকে সন্তোষজনক জবাব প্রদানের জন্য অনুরোধ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবির আইন বিভাগের সভাপতিকে কারণ দর্শানো নোটিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ