মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘আমি কলকাতার রসগোল্লা’ থেকে ‘উনিশে এপ্রিল’-এ তার অবাধ বিচরণ। এখনো এক মুহূর্ত দাঁড়ালে ভিড় জমে যায়। আবার গ্রামে পা রাখলে ভিড় সামলাতে পুলিশ ডাকার জোগাড় হয়। দেবশ্রী রায়। সেই নায়িকা টলিউড থেকে উধাও। কেন?
দেবশ্রীর সাফ জবাব, ‘আমার যারা ঘনিষ্ঠ, তাদের আর পাই না। বাকিদের সঙ্গে রিলেট করতে পারি না। কেউ ভালোবেসে দাওয়াত করলে হয়তো যাব। কিন্তু এর বাইরে আমি ওদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করব না।’
এই সময়ের সঙ্গে আলাপচারিতার মাঝে এও জানালেন, সাবেক স্বামী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবির অফার এলেও ফিরিয়ে দিয়েছেন। এখন যদি একটা ভালো ছবির প্রস্তাব আসে, আপনার কোনো শর্ত আছে? জবাব, ‘হ্যাঁ। একটা শর্ত আছে বলতে পারেন। বেশ কিছু ছবির অফার ফিরিয়েছি। প্রসেনজিতের সঙ্গে। সেই ছবিগুলো করিনি।’
কিন্তু এই জুটিকে দর্শক ভীষণভাবে দেখতে চান। উত্তরে দেবশ্রী বলেন, ‘ওর সঙ্গে আমার জুটি কোথায় ছিল? আমার জুটি ছিল তাপসের (পাল) সঙ্গে। আমার নায়ক চলে গেছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।