Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়া ল্যাংকাওয়াই দ্বীপের সন্নিকটে ২৪ রোহিঙ্গা নিখোঁজ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৮:৩৯ পিএম

মালয়েশিয়া ল্যাংকাওয়াই দ্বীপের সন্নিকটে সাগরে ২৪ রোহিঙ্গা নিখোঁজ হয়েছে এবং তাদের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। একটি নৌকা থেকে তারা সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করছিলেন। রয়টার্স
মিয়ানমারে সেনা অভিযানের পর ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সেখান থেকে তারা উন্নত জীবনের আশায় মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় নানাভাবে পাড়ি জমাচ্ছিলেন।

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, শনিবার ২৫ রোহিঙ্গা সাঁতরে তীরে ওঠার চেষ্টা করে। একজন তীরে উঠতে পেরেছে। ১০০ কিলোমিটারজুড়ে কোস্টগার্ড তাদের উদ্ধারে রোববার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির প্রাদেশিক পরিচালক মোহাম্মদ জাওয়াই আবদুল্লাহ। তিনি বলেন, অভিযানে সহযোগিতার জন্য তারা মৎস্যজীবী এবং থাইল্যান্ড কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। সাঁতরে তীরে ওঠা ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নৌকায় কী ঘটেছে, তা বলেনি পুলিশ।

গত মাসে ল্যাংকাওয়াই দ্বীপে ২৬৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। একটি বড় নৌকা থেকে তাদের ছোট নৌকায় করে মালয়েশিয়া পাঠানো হয়েছিলো। নৌকাটি সাগরে চার মাস ভাসছিলো। সে সময় কয়েক ডজন লোক মারা গিয়েছিলো বলে বিশ্বাস করা হয়। মালয়েশিয়া শরণার্থী স্ট্যাটাস স্বীকার করে না। দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন বলেন, নভেল করোনাভাইরাস মহামারীতে তাদের অর্থনীতি ভয়াবহ চাপে রয়েছে। এ অবস্থায় একজন শরণার্থী নেয়াও সম্ভব না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ