Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরা আদালতে সাহেদের ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ৬:৩৪ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো: সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা আমলী আদালত- ৩ এর বিচারক (ভার্চুয়াল) রাজীব রায় এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিমের ১০ দিনের রিমাণ্ড আবেদন শুনানী শেষে বিচারক এই আদেশ দেন।
রিমাণ্ড মঞ্জুর হওয়া আসামী হলেন ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও এক সময়কার সাতক্ষীরা শহরের কামান নগরের বিশিষ্ঠ ঠিকাদার ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিয়া করিমের ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহেদ

৪ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ