Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
দিনাজপুরে নিহত ২
দিনাজপুর অফিস/ফুলবাড়ী ও পার্বতীপুর সংবাদদাতা : গতকাল বুধবার সকাল ৬টায় পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী ফিলিং ষ্টেশনের কাছে নাইট কোচের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী আব্দুল জব্বার (৫০) ঘটনাস্থলে নিহত হন। নিহত জব্বার জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কচুকুড়া আদর্শগ্রামের মৃত নেদু মিয়ার পুত্র। পিকআপভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৬-১৮২২) মাছ নিয়ে জয়পুরহাট থেকে পার্বতীপুর হয়ে রংপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
থানা সূত্র জানায়, দুর্ঘটনায় পিকআপে থাকা আব্দুল গফ্ফার (২৮) ও সাইদুর রহমান (৪০) আহত হন। আহত ২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামে ধান বোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী আদম আলী (১২) ঘটনাস্থলে নিহত হন। ছোট ভাই মোহাম্মদ আলী (১০) আহত হয়েছে। ২ সহোদর উপজেলার বানিয়াল গ্রামের আতিয়ারের পুত্র।
টঙ্গীতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
টঙ্গী সংবাদদাতা : গতকাল বুধবার টঙ্গীতে বেপরোয়াগতির বাসের চাপায় মাদ্রাসার এক মেধাবী ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহবুব আলম কুরআনে হাফেজ এবং তামিরুল মিল্লাত টঙ্গী শাখার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান শাখার ছাত্র। দাখিল পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল। ইতিপূর্বে সে কওমী মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রীও (দাওরায়ে হাদীস) অর্জন করে। এই মেধাবী ছত্রের মৃত্যুতে গতকাল বুধবার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখায় শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ ছাত্ররা ও এলাকাবাসী ঘটনার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে।
শ্রীপুরে ব্যবসায়ী নিহত
শ্রীপুর উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় পান দোকানদার আব্দুস সালাম (৫৫) নিহত ও অপর ব্যবসায়ী ইমাম আলী (৬০) আহত হয়েছে। গতকাল সকাল ৭টার সময় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের ভিতরে ঢুকে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, শাহিদ, লিটন, সোলেমান কসাই, রফিকুলের দোকান ড্রামট্রাক ঢুকে গুড়িয়ে দেয়। মাওনা হাইওয়ে থানা পুলিশ ট্রাক চালক কুড়িগ্রামের রওমারি থানার খঞ্জনবারা এলাকার আব্দুল মতিনের পুত্র মোশাররফ হোসেনকে ট্রাকসহ আটক করে।
বোয়ালমারীতে শিশুর মৃত্যু
ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় আনোয়ার মোল্যার বাড়ির সামনে রুপাপাত সহ¯্রাইল সড়কে নছিমন চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় গতকাল বুধবার (০৩.০২.১৬) সকালে  পাশের সাধুহাটি গ্রামের ইব্রাহিম রুপাপাত বাজার থেকে তার নছিমন নিয়ে সহ¯্রাইল যাওয়ার পথে কাটাগড়ের আনোয়ার আলীর মেয়ে শ্রাবন্তীকে (৫) চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ওই সময় শ্রাবন্তী তাদের বাড়ির সামনে সড়কে অন্য শিশুদের সাথে খেলছিল।
মান্দায় নিহত ১
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর মান্দায় ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে মমরোদ হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মমরোদ উপজেলার ভারশোঁ ইউনিয়নের মুর্শিদপুর(মজিদপুর) গ্রামের আহমেদ আলীর ছেলে। গত মঙ্গলবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার দেলুয়াবাড়ি মহানগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ