বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে গত বৃহস্পতিবার রাতে ৯১ জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় ২৪ জনেরই পজেটিভ রিপোর্ট এসেছে । সিভিল সার্জন অফিস সূত্র মতে, যেসব যাত্রীর ফ্লাইট ২৬ জুলাই তাদের নমুনা সংগ্রহ করা হয় ২২ জুলাই। ওই দিন সংগ্রহ করা হয় ১৬৯ জন যাত্রীর নমুনা। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা হয় ৯১ জনের নমুনা। এর মধ্যে ২৪ জনের পজেটিভ রিপোর্ট আসে । এছাড়া গত বৃহস্পতিবার ৮৯ জন ও গতকাল শুক্রবার আরও ৭৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে। বিদেশযাত্রীদের নমুনা পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিস ও আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে বুথ। সিভিল সার্জন অফিসের বুথ থেকে নাম নিবন্ধন ও রিপোর্ট প্রদানের কাজ করা হচ্ছে। আর ক্রীড়া কমপ্লেক্সের বুথ থেকে হচ্ছে কেবল নমুনা সংগ্রহ। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, বিদেশযাত্রীদের ফ্লাইটের সাথে সামঞ্জস্য রেখেই করোনা পরীক্ষার জন্য নাম নিবন্ধন, নমুনা সংগ্রহ ও রিপোর্ট প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হচ্ছে। সে অনুযায়ী তারা নাম নিবন্ধন করে নমুনা প্রদান করছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৯১ জন বিদেশযাত্রীর। এর মধ্যে পজেটিভ ২৪ রিপোর্ট এসেছে ২৪জনের। ফলে আপাতত বিদেশ যেতে পারবেন না তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।