Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনায় পশুবাহী ট্রলারডুবি

আরিচা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২০, ১২:০১ এএম

মানিকগঞ্জের আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে গতকাল সকাল পৌঁনে ৯টার দিকে শিবালয় উপজেলার চর শিবালয় এলাকায় কোরবানির গরু বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ও গরু বেপারিদের সাথে কথা বলে জানা গেছে, ৪৫টি কোরবানির গরু নিয়ে পাবনা নগরবাড়ি থেকে আরিচা ঘাটে সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন বেপারি ও খামারি।

ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পরে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে বেপারি ও খামারিদের উদ্ধার করেন।
এসময় ৭/৮টি গরুও জীবিত উদ্ধার করা হয়। বাকি গরুসহ ট্রলারের কোন সন্ধান পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশুবাহী-ট্রলারডুবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ