Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গানের ভালো সময় আসতে শুরু করেছে-ইফতি

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আশিক বন্ধু : ইফতি একাধারে মিউজিশিয়ান, কণ্ঠশিল্পী এবং সংগীত পরিচালক। মিউজিশিয়ান হিসেবে সোলস ব্যান্ডে বাজিয়েছেন ১০ বছর। বর্তমানে কণ্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে ব্যস্ত সময় পার করছেন। ইফতির সাথে সঙ্গীত বিষয়ে কথা হয়।
এখন কি নিয়ে ব্যস্ত?
আমার নতুন একক অ্যালবাম স্বপ্নের পালক গত ঈদে সঙ্গীতা থেকে প্রকাশিত হয়েছে। গানগুলোর ভালো সাড়া পাচ্ছি। আর নতুন কিছু মিক্সড অ্যালবামে কাজের বিষয়ে কথা হয়েছে। কিছু নতুন গানের টিউন করছি, মিউজিক তৈরি করছি। সবমিলিয়ে গান নিয়ে অনেক সময় কেটে যায়। স্টুডিওতে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়।
নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা?
আপাতত কোন একক নিয়ে ভাবছিনা। ইতোমধ্যে আমার ফিচারিং এবং একটি ব্যান্ড অ্যালবামসহ মোট ৬টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। আমার একক অ্যালবামগুলো হলো- প্রেমে পড়েছি, এই তাশিয়া, ইচ্ছে করেনা, ছায়া পাখি, তোমাকে ভালোবাসি, তোমায় ছাড়া কিছু বুঝিনা। তাছাড়া অনলাইনে দুটি একক অ্যালবাম আছে আমার। বোকা প্রেমকি ও অধরা। তাছাড়া আমার কণ্ঠে ক্রিকেট নিয়ে মারো চার ছক্কা গানটি টেলিভিশনে এবং ইউটিউবে প্রচারের পর সবাই প্রশংসা করছে। অ্যালবামের বেশ কয়েকটি গানও প্রশংসিত হয়েছে।
মিউজিশানরা যথাযথ সম্মানি পাচ্ছেন না, এ ব্যাপারে আপনার মত কি?
বিষয়টি আমরাও ভাবছি। কিন্তু কোনো ধরনের সমাধান হয়নি। এখনো মিউজিশিয়ানরা যথাযথ সম্মানি পাচ্ছেন না। মিউজিশিয়ানরা সব ধরনের মাধ্যম থেকে অবহলিত। সম্মানি, প্রচারণা, জীবনযাপন সবখানে ঠকে যাচ্ছে। বেশিরভাগ সুবিধা ভোগ করছেন কণ্ঠশিল্পী এবং কম্পোজার।
এখন অডিওর চেয়ে মিউজিক ভিডিওর দিকে ঝুঁকছে সবাই। এ সম্পর্কে কিছু বলবেন?
দেখতে পাচ্ছি চারিদিকে ভিডিও গানের ছড়াছড়ি। কিন্তু সব ভিডিও গান তো ভালো মানের হচ্ছে না। শুধু জড়াজড়ি করে, অন্তরঙ্গ হয়ে কালারফুল ভিডিও করে মিডিয়ায় টিকে থাকা সম্ভব নয়। গান শিখে, জেনে শুনে মিডিয়ায় আসতে হবে। তা নাহলে বেশিদিন টিকে থাকতে পারবে না। কারন, যিনি গান জানেন না, তিনি জোর করে বা টাকা খরচ করে বেশি দিন টিকে থাকতে পারবেন না।
গানের বর্তমান সময়কে কিভাবে মূল্যায়ন করবেন?
আমি আশাবাদী মানুষ। আমি মনে করি, ভালো সময় আসবে। ইতোমধ্যে আসতে শুরু করেছে। এখন আগের শিল্পীরা এবং ভালো মানের শিল্পীরা আবার ফিরে আসছেন। গানের বাজারও ধীরে ধীরে লাভজনক হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গানের ভালো সময় আসতে শুরু করেছে-ইফতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ